মাস্কাট, ওমান:
ওমানে মরুভূমির বুকে প্রবাসে কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে, একটিবারের জন্য হলেও ফিরে দেখা হলো শিকড়ের দিকে—প্রিয় সিলেটের মানুষের সঙ্গে। এমনই এক হৃদয়ছোঁয়া আয়োজন ছিলো "সিলেট কমিউনিটি অফ ওমান আয়োজিত ঈদ-পরবর্তী পূর্ণ মিলনী অনুষ্ঠান।
গত শুক্রবার, ১৩ই জুন মাস্কাটের রুই এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠান। সভাপতিত্ব করেন মাওলানা মতিউর রহমান সাদী এবং সঞ্চালনায় ছিলেন মামুন আহমদ শরীফ তালুকদার ও জাহাঙ্গীর আলম। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মোহাম্মদ জাবের আহমদ ছাদী।
ঈদের আনন্দ, দেশের মাটি, শৈশবের স্মৃতি—সব যেন মিলেমিশে এক অনন্য বন্ধনে রূপ নেয় প্রবাসের আকাশে। বহুদিন পর একত্রিত হয়ে প্রবাসী সিলেটিরা আবেগে আপ্লুত হন। কেউ কেউ বলছিলেন, "আজ মনে হচ্ছে, যেন মাস্কাট নয়, আমরা আছি সিলেটের কোনো আত্মীয়ের বাড়িতে ঈদের দাওয়াতে।"
ওমানের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় শতাধিক প্রবাসী এই আয়োজনে উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসে সিলেটি সংস্কৃতি, ঐক্য ও ঐতিহ্যকে আরও দৃঢ়ভাবে লালন করার আহ্বান জানানো হয়।
সিলেটের মানুষ—বাংলার আত্মা বহনকারী এক গর্বিত জনগোষ্ঠী। তাদের আতিথেয়তা, সরলতা ও আন্তরিকতা যেমন দেশে খ্যাত, তেমনি প্রবাসেও তারা ঐক্য, সম্মান ও সামাজিক বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই এই মিলনমেলায় সবাই একমত হন—“প্রবাসে থেকেও আমরা যেন একে অপরের আপন হয়ে থাকি, এই হোক আমাদের সংকল্প।”
মাস্কাটের আল-হামরিয়ায় \'শাহজালাল ফুটবল স্পোর্টিং ক্লাব\' গঠনের উদ্যোগ এই মিলনমেলায় আরও প্রাণ পায়। উপস্থিত সবাই এই উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে কমিউনিটির কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
রেজওয়ান আহমদ সুজন, মুজাহিদুল ইসলাম, এস এম বাবু, মাওলানা আশিকুর রহমান, সেলিম খান, শেখ মোঃ সুহেল, আহমেদ সুমন, আব্দুল হক, মোহাম্মদ আলী, আব্দুল মালেক, ফখরুদ্দিন মেম্বার, আখতার হোসেন, আব্দুল আলিম, আলমগীর আহমদ, সোহেল আহমদ, আহমেদ রানা, জুবেল আহমদ, শাহেদ আহমদ ও রুসন আহমদ প্রমুখ।
বক্তব্যে উঠে আসে একটাই কথা—"প্রবাসে থাকলেও আমরা সিলেটি, আমরা এক ও অভিন্ন।"
এই আয়োজন যেন ছিলো শুধু একটি অনুষ্ঠান নয়, বরং প্রবাসে সিলেটিদের হৃদয়ের একটি স্পন্দন, যেখানে আনন্দ, শ্রদ্ধা, ঐক্য এবং স্বপ্ন একসাথে মিলিত হয়।
মতামত