সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরে নিজ জেলা নবীগঞ্জে আসেন বিশিষ্ট মানবাধিকার কর্মী, প্রবাসী সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক এম রহমান মাসুম। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নবীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা।
দেশে ফিরে তিনি সরাসরি হবিগঞ্জ জেলা পুলিশের সদর কার্যালয়ে গিয়ে উপস্থিত থেকে হবিগঞ্জের নতুন এক ব্যতিক্রমী উদ্যোগের খোঁজ পান। নিজের মোবাইল ফোনে ছবিও তোলেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
পুলিশ সুপারের অনন্য উদ্যোগ: প্রবাসীদের জন্য \\'ওয়ান স্টপ সার্ভিস\\'
হবিগঞ্জের বর্তমান পুলিশ সুপার জনাব সাজেদুর রহমান প্রবাসীদের জন্য শুরু করতে যাচ্ছেন এক অভিনব সেবা—‘ওয়ান স্টপ সার্ভিস’।
প্রবাসীদের জমি-জমা সংক্রান্ত হয়রানি, প্রতারণা এবং দীর্ঘসূত্রিতার অবসান ঘটাতে এই সেবা চালু করা হচ্ছে। পুলিশ সুপারের নেতৃত্বে এই বিশেষ সেবা বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীরা সরাসরি ও দ্রুত আইনগত সহায়তা পাবেন, যা হবে একধরনের ফাস্ট ট্র্যাক সিস্টেম।
এই উদ্যোগের খবরে প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। মানবাধিকার কর্মী এম রহমান মাসুমও নিজের সামাজিক মাধ্যমে এই উদ্যোগের প্রশংসা করে পোস্ট দেন এবং বলেন: "হবিগঞ্জ জেলার প্রবাসীদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। পুলিশের এই মানবিক ও প্রবাসীবান্ধব উদ্যোগের জন্য আমি জেলা পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানাই।"
অপরাধ দমনেও রেকর্ড অগ্রগতি
পুলিশ সুপার সাজেদুর রহমানের দায়িত্ব গ্রহণের পর থেকে হবিগঞ্জ জেলায় সামগ্রিক অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সাধারণ জনগণের পাশাপাশি প্রবাসীরাও পাচ্ছেন নিরাপত্তার আশ্বাস।
এমন সৎ, নির্ভীক ও মানবিক নেতৃত্বের জন্য নবীগঞ্জ ও হবিগঞ্জবাসী মাননীয় আইজিপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
মানবাধিকার কর্মী এম রহমান মাসুমের দেশে প্রত্যাবর্তন এবং প্রবাসীদের স্বার্থে হবিগঞ্জ জেলা পুলিশের ‘ওয়ান স্টপ সার্ভিস’ উদ্যোগ দুইটি মিলিয়ে হবিগঞ্জে তৈরি হয়েছে ইতিবাচক পরিবেশের এক নতুন দৃষ্টান্ত। দেশ ও প্রবাসের বন্ধন আরো দৃঢ় হবে এই ধরণের উদ্যোগের মাধ্যমে—এমনটাই আশা সকলের।
মতামত